বরিশালের মেহে'ন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে বসতঘরের নিচে চা’পা পড়ে শ্বশুর ও পুত্রবধূর মৃ'ত্যু হয়েছে। এ ঘটনায় আ'হত হয়েছেন আরও একজন।
বুধবার (২০ এপ্রিল) 'বিকেলে শ্রীপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামে এ দু'র্ঘটনা ঘটে। ঝড়ে ৮-১০টি টিনের ঘর ক্ষ'তিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
নি'হত ব্যক্তিরা হলেন-মিয়ারচর গ্রামের রুস্তুম আলী হাওলাদার (৭৫) ও তার পুত্রবধূ জয়নব বিবি (৩৫)। আ'হত ব্যক্তি হলেন রুস্তুম আলীর ছেলে ও জয়নব বিবির স্বামী বারেক হাওলাদার।
শ্রীপুর ইউনিয়নের সাবেক মেম্বর ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান জানান, 'বিকেল পৌনে ৫টার দিকে আকস্মিকভাবে কালবৈশাখী ঝড় শুরু হয়। সঙ্গে বৃ'ষ্টিও হয়। এসময় রুস্তুম আলী, জয়নব বিবি, বারেক হাওলাদার তাদের টিনের বসতঘরে অবস্থান করছিলেন। হঠাৎ দমকা হাওয়ায় তাদের টিনের ঘরটি ভেঙে পড়লে তারা চা’পা পড়েন।
পরে স্থানীয়রা তাদের উ'দ্ধার করে শ্রীপুর বাজারে পল্লিচিকিৎসক হু’মায়ুন কবিরের কাছে নিয়ে গেলে তিনি রুস্তুম আলী হাওলাদার ও জয়নব বি'বিকে মৃ'ত ঘোষণা করেন। আ'হত বারেক হাওলাদারকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাহমুদ হাসান আরও বলেন, প্রায় ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে মিয়ারচরের শাহিন নলির বসতঘর পুরোপুরি বিধস্ত এবং আরও ৮-১০ টি টিনের ঘর ক্ষ'তিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
মেহে'ন্দিগঞ্জ থা'নার পরিদর্শক (তদ'ন্ত) মো. তৌহিদুজ্জামান বলেন, কালবৈশাখী ঝড়ে বসতঘরের নিচে চা’পা পড়ে দুজনের মৃ'ত্যুর খবর পাওয়া গেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply