ঘু'ম না এলে অনেকেই বলেন, তিনি দু’চোখের পাতা এক করতে পারেননি। কিন্তু এই অ'ভিব্যক্তি মানেই কি তিনি ঘু'মোতে পারেননি? স্বাভা'বিক ভাবেই মনে হবে, তা তো হবেই। চোখের পাতা খোলা রেখে মাছ ঘু'মোয়, কিন্তু মানুষ?
গভীর ঘু'মেও চোখ খুলে থাকেন স্বামী
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে সন্ধান মিলেছে এমন একজনের যিনি সত্যিই চোখ খোলা রেখেই ঘু'মোন। ভিডিওটি করেছেন তার স্ত্রী। জানিয়েছেন, তার স্বামী জেগে আছেন না ঘু'মিয়ে পড়েছেন তা বোঝার জো নেই! নেট ভুবনে শোরগোল ফেলে দিয়েছে এমন এক ভিডিও।
তরুণীর নাম পেটন ভিডমা'র। তার স্বামী কোলটন অঘোর ঘু'মিয়ে থাকলেও চোখের পাতা খোলাই থাকে বলে ভিডিওতে দাবি করেন তিনি। কেবল দাবি করাই নয়, ভিডিওতে স্বামীর ঘু'মন্ত মুখও সকলকে দেখিয়েছেন পেটন।
ভিডিওতে দেখা যাচ্ছে, এরপর স্বামীর নাম ধরে তিনি ডাকছেন। আর সেই ডাক শুনে ভ্যাব'াচ্যাকা খেয়ে ফিরে তাকান ওই ব্যক্তি। যা দেখে হাসতে থাকেন তার স্ত্রী। তবে বিয়ের পর এতদিন কে'টে গেলেও এখনও যে রাতে ঘু'ম ভেঙে চোখ খোলা রেখে স্বামীর নিঃসার ঘু'ম দেখে তিনি ভয়ই পান, সেকথাও জানিয়েছেন পেটন।
এই ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, তার স্বামী এমন করলে তিনি রাতে ঘু'মোতেই পারতেন না আত'ঙ্কে। আরেকজনের রসিকতা, পৃথিবীর সবচেয়ে শুকনো চোখের মানুষ ওই ব্যক্তি। কিন্তু এমন ঘটনা খুব বিরল নয় বলেই জানাচ্ছেন গবেষকরা। ‘স্লিপ ফাউন্ডেশন’ নামের এক মা'র্কিন সংস্থা জানিয়েছে, প্রতি ২০ জনের একজন ঘু'মোনোর সময় চোখ খোলাই রাখেন।
কিন্তু কেন হয় এই সমস্যা? গবেষকরা জানাচ্ছেন, ছোট বা দুর্বল চোখের পাতা, মুখের স্নায়ুর সমস্যা কিংবা চোখের মণির অ'সুখ থাকলে অঘোরে ঘু'মিয়ে থাকার সময়ও চোখের পাতা খোলা রাখেন সংশ্লি'ষ্ট ব্যক্তিরা
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply