বেশি ভিক্ষা পাওয়ার আশায় নিজের মেয়েশিশুকে পলিথিন গরম করে হাত পা পু'ড়িয়ে দিতেন হোসনে আরা বেগম (৩৭)। ভুক্তভোগী শিশু সেই পোড়া শরীর নিয়ে ভিক্ষা করত। আর ওই ভিক্ষার টাকায় মা খেলতেন জুয়া (ছক্কা খেলা)। আ'দালতে বিচারকের সামনে মায়ের বিরু'দ্ধে এমন অ'ভিযোগ আনে ভুক্তভোগী শিশু।
শুধু হাত পা পু'ড়িয়ে দেওয়া নয়, টাকার লোভে একসময় মেয়েকে কাজের জন্য একটি বাড়িতে দেন হোসনে আরা। পরে ওই বাড়ির লোকজনের বিরু'দ্ধে করেন অ’পহরণ মাম'লা। সেই মাম'লার তদ'ন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উন্মোচন করে মূল ঘটনা।
পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে আ'দালতে নির্দেশে মাম'লা হয়। মাম'লায় আ'সামি করা হয় হোসনে আরাকে। রোববার (১২ মা'র্চ) দিবাগত রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থা'নার প্রবত্তক মোড়ের বদনাশাহ মাজার এলাকা থেকে তাকে গ্রে''প্ত ার করা হয়।
হোসনে আরার গ্রামের বাড়ি রাঙ্গামাটি সদরের ক্যান্টনমেন্টের জলযানঘাট এলাকায়। তার বাবার নাম মৃ'ত আব্দুল খালেক ভূঁইয়া। হোসনে আরার স্বামীর বাড়ি নোয়াখালীর সুধা'রাম থা'না এলাকায়। তবে, তিনি বর্তমানে নগরের পাঁচলাইশ থা'নার ষোলশহর রেলস্টেশন এলাকার খালেকের কলোনিতে ভাড়া থাকেন।
আ'দালত সূত্র জানায়, ২০২২ সালের ২৭ এপ্রিল মেয়ের অ’পহরণের অ'ভিযোগ এনে চট্টগ্রাম নারী ও শিশু নি'র্যা'তন দমন ট্রাইব্যুনালে নালিশি মাম'লা দায়ের করেন হোসনে আরা বেগম নামে এক নারী।
মাম'লার অ'ভিযোগে তিনি বলেন, ৯ বছর আগে তার স্বামী মা'রা যান। এরপর থেকে তিনি অর্থক'ষ্টে দিনযাপন করেন। ২০২১ সালের ১৬ ডিসেম্বর তার ১১ বছর বয়সী মেয়ে রাশেদা আক্তার নিখোঁজ হয়। ২০২২ সালের ৯ এপ্রিল হোসনে আরা জানতে পারেন মো. রাশেদ ও তার স্ত্রী ফারজানা রাশেদাকে তাদের কাছে আট'কে রেখেছেন এবং তারা রাশেদাকে দিয়ে অমান'বিক কাজ করাচ্ছেন।
মাম'লাটি আমলে নিয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদ'ন্তের আদেশ দেন আ'দালত। এরপর মাম'লাটি তদ'ন্ত করেন উপ-পরিদর্শক (এসআই) জাহেদুজ্জামান চৌধুরী। তদ'ন্তে জানা যায়, রাশেদাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করতেন তার মা হোসনে আরা। বেশি পরিমাণে ভিক্ষা পাওয়ার আশায় রাশেদার গায়ে পলিথিন পু'ড়িয়ে ছ্যাঁকা দিতেন তার মা। একপর্যায়ে ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে রাশেদাকে একটি বাড়িতে কাজ করতে দেন হোসনে আরা।
সেখানে ভালোভাবে জীবনযাপন করছিলেন রাশেদা। কিন্তু রাশেদাকে আবারও ভিক্ষাবৃত্তিতে নামানোর চে'ষ্টা করেন মা হোসনে আরা। নালিশি মাম'লার অ'ভিযুক্তরা (মো. রাশেদ ও তার স্ত্রী) তাতে বাধা দেন। এ কারণে হোসনে আরা আ'দালতে মিথ্যা মাম'লা দায়ের করেন। এ বি'ষয়ে আ'দালতে একই ধরনের জবানব'ন্দি দেয় ভুক্তভোগী রাশেদাও।
পিবিআইয়ের তদ'ন্ত প্রতিবেদন পাওয়ার পর গত বছরের ১৭ অক্টোবর মেয়েকে নি'র্যা'তনের অ'ভিযোগে মা হোসনে আরার বিরু'দ্ধে মাম'লা রুজু করতে পাঁচলাইশ থা'নার ওসিকে নির্দেশ দেন আ'দালত। আদেশে একজন উপ-পরিদর্শক (এসআই) মর'্যাদার কর্মক'র্তাকে বাদী 'হতে বলা হয়। একই সঙ্গে পরিদর্শক মর'্যাদার একজন কর্মক'র্তাকে দিয়ে মাম'লাটি তদ'ন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন আ'দালত। আ'দালতের আদেশ পেয়ে গত বছরের ১৯ নভেম্বর মাম'লাটি দায়ের করা হয়। পাঁচলাইশ থা'নার এসআই নুরুল আলম মাম'লাটির বাদী হন।
মাম'লাটির তদ'ন্তভার পান পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের পরিদর্শক মর'্জিনা আক্তার। তিনি বলেন, হোসনে আরা নিজের মেয়েকে দিয়ে তিনি ভিক্ষা করান। ভিক্ষার সময় মানুষের সহানুভূ'ত ি পেতে তিনি মেয়ের শরীরে পলিথিন দিয়ে পু'ড়িয়ে দেন। এরপর সন্তানের ভিক্ষার টাকা দিয়ে তিনি জুয়া এবং ছক্কা খেলেন। এছাড়াও ভুক্তভোগী শিশু রাশেদাকে একটি বাসায় গৃহকর্মীর কাজ করার জন্য রেখে আসেন। ওই বাড়ির লোকজনকে অহেতুক হয়রানি করে টাকা আ'দায়ের জন্য তিনি মিথ্যা মাম'লার দায়ের করেছেন। সেই মাম'লায় পিবিআই প্রতিবেদন দিলে উল্টো হোসনে আরার বিরু'দ্ধে মাম'লা হয়। ওই মাম'লায় গ্রে''প্ত ার দেখিয়ে আজ (সোমবার) তাকে আ'দালতে পাঠানো হবে।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply