হবিগঞ্জের মেলায় ৫০ কেজি ওজনের এক বাঘাইড় মাছ 'বিক্রি হয়েছে ৪২ হাজার টাকায়। সদর উপজেলার পইল গ্রামের মাঠে পৌষ সংক্রা'ন্তি উপলক্ষ্যে আয়োজিত মেলায় রবিবার রাতে এ মাছটি 'বিক্রি হয়। মাছটি নিয়ে আসেন বাহুবলের ব্যবসায়ী ইসলাম উদ্দিন।
বাঘাইড়
বি'ষয়টি নিশ্চিত করেছেন মেলা কমিটির সদস্য মোহাম্ম'দ নূর উদ্দিন। তিনি বলেন, সারা দিন ওই ব্যবসায়ী মাছটির দাম চান ১ লাখ ২০ হাজার টাকা। শেষ পর্যন্ত রাতে তিনি এটি ৪২ হাজার টাকায় 'বিক্রি করেছেন।
বাঘাইড় মাছের মালিক ব্যবসায়ী ইসলাম উদ্দিন জানান, মাছটি তিনি সুরমা নদী থেকে পেয়েছেন। মাছটির ওজন ৫০ কেজি। তিনি মাছটির দাম রোববার সকাল থেকেই ১ লাখ ২০ হাজার টাকা চান। পরবর্তীতে রাতে এটি তিনি ৪২ হাজার টাকায় 'বিক্রি করেছেন।
মেলা কমিটি জানায়, এ মেলা সিলেট বিভাগের একটি ঐতিহ্যবাহী মেলা। এখানে ২ শতাধিক বছর ধরে পৌষ সংক্রা'ন্তি উপলক্ষে মেলা চলে আসছে। মেলায় বিভিন্ন জেলা থেকে মাছ, কাঠের তৈরি পণ্য, পিঠা, শিশুদের খেলনা, আখসহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন 'বিক্রেতারা। মেলা চলবে ১৬ জানুয়ারি ভোর পর্যন্ত। মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।
তিনি বলেন, মেলা উপলক্ষে এলাকার একটি ঐতিহ্য রয়েছে এখানে প্রতিটি বাড়ির মানুষ তাদের স্বজনদের আমন্ত্রণ জানান। যেন ঈদের মতো একটি উৎসব হয়। আনন্দে মেতে উঠেন সবাই।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply