সম্প্রতি পাকি'স্তানের প্রধানমন্ত্রীর জন্য দেশের বিখ্যাত ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বাংলাদেশের রা'ষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরতি উপহার হিসেবে আম পাঠিয়েছে পাকি'স্তানের প্রধানমন্ত্রী ইমর'ান খানের সরকার। সোমবার (২ আগস্ট) ঢাকায় নিযুক্ত পাকি'স্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
পাকি'স্তান হাইকমিশন সূত্র জানায়, গত বছরের মতো এবারও পাকি'স্তান সরকার বাংলাদেশের রা'ষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে তাজা পাকি'স্তানি আম পাঠিয়েছে। এর আগে পাকি'স্তানের প্রধানমন্ত্রী ইমর'ান খানকে শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপহারের ওই আমগু'লো ঈদুল আজহার দিন পাকি'স্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রা'ষ্ট্রাচার কর্মক'র্তার নিকট হস্তান্তর করে বাংলাদেশ হাইকমিশন।
পরে প্রসি'দ্ধ ‘হাড়িভাঙ্গা’ আম গ্রহণ করে শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য পাকি'স্তানের প্রধানমন্ত্রী ইমর'ান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বলে হাইকমিশনের বিজ্ঞ'প্ত িতে জানানো হয়।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply