শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাত মেলানোর সময় উঁচু প্রতিবন্ধকতার বিপরীত দিক থেকে এক যুবকের দিকে প্রেসিডেন্ট হাত বাড়িয়ে দিলে ওই যুবক ম্যাক্রোঁর গালে সজোরে চড় মা'রেন।
জানা যায়, দক্ষিণ-পূর্ব ফ্রান্সে সফরে যাওয়া দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর গালে কষিয়ে চড় মা'রা সেই যুবক ইউরোপের ঐতিহ্যবাহী মা'র্শাল আর্টের প্র'শিক্ষণ নিতেন।
ঘটনার পর ওই যুবককে আট'ক করেছে নিরাপ'ত্তাকর্মীরা। পাশাপাশি তার এক সহযোগীকেও আট'ক করা হয়েছে।
Leave a Reply