বেশ কয়েকদিন ধরে পূজা চেরিকে জড়িয়ে গু'ঞ্জন চললেও নীরব ছিলেন শাকিব খান। নীরবতা ভেঙে এবার ‘অ’পপ্রচারকারীদের’ বিরু'দ্ধে মাম'লার হু’মকি দিলেন এই চিত্রনায়ক। চিত্রনায়িকা পূজা চেরিও এর আগে শাকিব খানের সঙ্গে তাকে জড়িয়ে নানা খবরকে গু'জব বলে উড়িয়ে দিয়ে মাম'লার হু’মকি দিয়েছিলেন।
তার দুদিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় এক ফেইসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, “অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিৎ শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথে'ষ্ট।
“কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউ এর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রা'ন্তি সৃ'ষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।” গত রোজার ঈদে এস এ হক অলিকের গলুই সিনেমায় জুটি বেঁধেছিলেন শাকিব খান ও পূজা। তারপর যুক্তরা'ষ্ট্রে পাড়ি জমান শাকিব। সেখান থেকেই দেন ‘মায়া’ নামে একটি নতুন সিনেমা'র ঘোষণা। এতে বলা হয়, মায়াতে নায়িকা থাকছেন পূজা।
এদিকে সম্প্রতি শাকিব খানের সঙ্গে নিজের বিয়ের খবর প্রকাশ করেন চিত্রনায়িকা শবনম বুবলী। তাদের একটি সন্তানও হয়েছে বলে জানান তিনি। যে খবরে শাকিব খানও দেন। এরমধ্যেই পূজা চেরির সঙ্গে শাকিব খানের সম্পর্কের গু'ঞ্জন ছড়াতে থাকে সোশাল মিডিয়ায়। কয়েকটি সংবাদ মাধ্যমেও এই খবর আসে।
শাকিব বলেন, “এখন আবার পূজা চেরির নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমা'র সঙ্গে কাজ করছে, এটাই কি তার অ’পরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমা'র কোনো সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বি'ষয় ছড়ানো হচ্ছে?
“এসব যারা করছে সেইসব নোং'রা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বি'ষয়গু'লোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই, কোথায় কিসের প্রমাণ?”
ভুয়া সংবাদের সমালোচনা করে শাকিব লিখেছেন, “এসব ভূয়া বি'ষয়গু'লোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমা'র নামে মিথ্যে সংবাদ প্রচার করছে; যা কোনোভাবেই কাম্য নয়।
“যারা এসব মিথ্যে নোং'রামি ছড়াচ্ছে, তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমা'র আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছেন।” শাকিব খান এর আগে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা অ’পু বিশ্বা'সকে। তাদের একটি ছেলেও রয়েছে। সেই বিয়ে ভেঙে যাওয়ার মধ্যে বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply