বলিউড অ'ভিনেত্রী সারা আলী খান ছোটবেলায় তার মা-বাবাকে ‘খারাপ মানুষ’ ভাবতেন। সাইফ
আলী খানের সম্পর্কে তাদের বড় মেয়ের ধারণা ছিল, তিনি কেবল খারাপ শব্দ উচ্চারণ করেন।
সারার আরও ধারণা ছিল, অমৃ'তা সিং প'র্ণ সাইট চালান। ‘ওমকারা'’ ছবিতে ‘ল্যাংড়া 'ত্যাগী’ চরিত্রে
সাইফকে দেখে ছোট্ট সারা বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। মনে হয়েছিল, তার বাবা কেবল খারাপ শব্দই
ব্যবহার করেন। অন্য দিকে ‘কলিযুগ’ ছবিতে নিজের মা-কে অ'ভিনয় করতে দেখে তার ধারণা হয়েছিল, অমৃ'তা প'র্ণ বানানোর পেশার সঙ্গে যুক্ত। কারণ সেই ছবিতে যৌ'ন দৃশ্যের আধিক্য ছিল।
ঘটনাচক্রে সেই দু’টি ছবির জন্য সাইফ এবং অমৃ'তা সেরা অ'ভিনেতা-অ'ভিনেত্রী হিসেবে মনোনীত হন। একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে সারা তার ছোটবেলার এই মজার অ'ভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, ‘‘আমি অবাক হয়ে গিয়েছিলাম তাদের পুরস্কার পাওয়ার কথা শুনে। ভেবেছিলাম, কেন ওই সবের জন্য সেরার তালিকায় ওদের নাম লেখা হল?’’
সাইফ আলী খানের সঙ্গে অমৃ'তার যখন বিচ্ছেদ হয়, সারার বয়স তখন মাত্র ৯ বছর। এর পর মায়ের কাছে থেকে, তার আদর্শেই ধীরে ধীরে বেড়ে ওঠেন অ'ভিনেত্রী। তাই অমৃ'তাকে ঘিরেই আবর্তিত সারার জীবন। সাইফ দ্বিতীয় বিয়ে করলেও (কারিনার সঙ্গে) অমৃ'তা একাই থেকেছেন তার সন্তানদের সঙ্গে।
Leave a Reply