‘মোহর’-এর গল্প ফুরিয়েছে। পথ আলাদা হয়েছে দু’জনের। তবে ফের জুটি বাঁধবেন প্রতীক সেন এবং সোনামণি সাহা। মঙ্গলবার তেমনটাই জানালেন প্রযোজক রানান সরকার। ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কেমন হবে যদি প্রতীক আর সোনামনিকে একসাথে একটা সিনেমায় দেখা যায়? খুব শিগগিরি’।
এ খবর যদিও নতুন নয়। ছোট পর্দার এই জনপ্রিয় জুটিকে নিয়ে কাজ করার কথা অতীতেও জানিয়েছিলেন প্রযোজক। তবে কি কাজ এগচ্ছে? শ্যুট শুরু হয়েছে ছবির? হিন্দুস্তান টাইমস বাংলাকে সোনামণি বলেন, ‘আমা'দের তো একসঙ্গে ছবি করার পরিকল্পনা ছিলই। রানাদা সে বি'ষয়েই বলেছেন। তবে এখনও শ্যুট শুরু হয়নি। কাজ এগল নিশ্চয়ই জানাব।’
আপাতত দু’জনকে দেখা যাচ্ছে স্টার জলসার পৃথক দুই ধা'রাবাহিকে। ‘সাহেবের চিঠি’তে নামভূমিকায় অ'ভিনয় করছেন সাহেব। অন্য দিকে ‘এক্কা দোক্কা’য় স'প্ত র্ষি মৌলিকের সঙ্গে জুটি বেঁধেছেন সোনামণি। অতীতে এক সাক্ষাৎকারে অ'ভিনেত্রী জানিয়েছিলেন, প্রতীকের সঙ্গে কোনও রকম প্রতিযোগিতায় তিনি বিশ্বা'সী নন। তাঁর কথায়, ‘আমি মনেই করি না আমা'দের কোনও প্রতিযোগিতা থাকতে পারে। একই চ্যানেলেই কাজ করছি আমর'া। প্রতিদ্বন্দ্বী হব কেন?’
আপাতত জুটি হিসেবে দু’জনের প্র'ত্যাব'র্তনের খবরে অনুরাগীরা। ফের শঙ্খ-মোহরের রসায়নে বুঁদ হওয়ার অ’পেক্ষায় তাঁরা।
Leave a Reply