ধxxণ ও হ'ত্যাচে'ষ্টার অ'ভিযোগে সাভার থা'নায় চিত্রনায়িকা পরী মণির দায়ের করা মাম'লায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিন জনের বিরু'দ্ধে অ'ভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী ১৮ মে পরী মণির মাম'লায় বিচার শুরু হবে কিনা, তার আদেশ দেওয়া হবে।
আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নি'র্যা'তন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন এ দিন ধার্য করেন। আ'সামিরা আ'দালতে তাঁদের আইনজীবীদের মাধ্যমে মাম'লার দায় 'হতে অব্যা'হতির প্রার্থণা করেন। এ সময় পরী মণি আ'দালতের এজলাসে বাদীর ডকে দাঁড়িয়ে বলেন, ‘বোট ক্লাবে রে'প করার জন্য আ'সামিদের কোনো রুমের প্রয়োজন হয় না। ফোন করলেই ক্লাবে লাইট বন্ধ হয়ে যায়। তাঁরা যেকোনো মেয়ের ওপর খোলা মাঠে ইচ্ছামতো ঝাঁপিয়ে পড়ে। ওখানে কোনো কন্ট্রোল নেই। তাঁরা আমাকে জোর করে ধxxণের চে'ষ্টা চালায়। রুমের লাইট, ফ্যা'ন অফ (বন্ধ) করে হ'ত্যার চে'ষ্টা করে।’
এরপরে পরী মণিকে বিচারক দ্রুত থামতে বলেন। তখন পরী মণি বলেন, ‘আমাকে সবাই থামতে বলে। কিন্তু আমাকে বলতে হবে। কারণ তাদের অনেক পাওয়ার।’ এরপরে বিচারক আ'সামিদের অব্যা'হতির বি'ষয়ে ও অ'ভিযোগ গঠনের আদেশের জন্য ১৮ মে দিন ধার্য করেন।
এদিকে পরী মণি আ'দালতের এজলাস থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি অন্যায়ের বিরু'দ্ধে দাঁড়িয়েছি। আমা'র সঠিক বিচার লাগবে। যেকোনো পরিস্থিতিতে আমি লড়ে যাব'। সবাই আমাকে চুপ করার চে'ষ্টা করছিল। একজন র্যাপিস্ট যদি খোলা আকাশে-বাতাসে ঘুরে বেড়ায়, তাহলে আর্জি আর কি হবে। শারীরিক অবস্থা নিয়ে আ'দালতে আসার বি'ষয়ে জানতে চাইলে পরী মণি বলেন, ‘আমি অন্যায়ের বিরু'দ্ধে দাঁড়িয়েছি। আমা'র সঠিক বিচার লাগবে। সঠিক বিচার চাই। যেকোনো পর্যায়ে আমি লড়ে যাব'।’
২০২১ সালের ৬ সেপ্টেম্বর মাম'লার তদ'ন্ত কর্মক'র্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ'দালতে নাসিরসহ তিন জনের বিরু'দ্ধে অ'ভিযোগত্র দাখিল করেন। এরপর মাম'লাটি বিচারের জন্য নারী ও শিশু আ'দালতে বদলি হয়ে আসে।
অ'ভিযোগপত্রে পুলিশ বলেছে, বোট ক্লাবে আ'সামি নাসির উদ্দিন মাহমুদ ও শাহ শহিদুল আলম চিত্রনায়িকা পরী মণির সঙ্গে অ’শ্লী'ল ভাষায় কথা বলাসহ অ’শ্লী'ল আচরণ করেন। এ সময় তারা পরী মণিকে মা'রধর করে হু’মকি দেন।
আ'সামিদের বিরু'দ্ধে নারী ও শিশু নি'র্যা'তন দমন আইনের ১০ ধা'রাসহ পেনাল কোডের ৩২৩/৫০৬ অ’পরাধ প্রমাণিত হয়েছে।
অ'ভিযোগপত্রে পুলিশ আরও বলেছে, এ ছাড়া মাম'লার এজাহারনামীয় আ'সামি তুহিন সিদ্দিকী অমি চিত্রনায়িকা পরী মণিকে কৌশলে বোট ক্লাবে ডেকে নিয়ে যান। এরপর সেখানে পরী মণির সঙ্গে ’শ্লী'লতাহানির ঘটনা ঘটায় অমির বিরু'দ্ধে অ'ভিযোগ প্রমাণিত হয়েছে। তাই নারী ও শিশু নি'র্যা'তন দমন আইনের ৩০ ধা'রায় অমির বিরু'দ্ধে অ'ভিযোগপত্র দাখিল করা হয়েছে।
এদিকে, মাম'লার পর নানা ঘটনা প্রবাহে বাদী পরী মণি নিজেই আ'সামি হয়ে যান। গত বছরের ৪ আগস্ট পরী মণিকে তাঁর বনানীর বাসা থেকে আট'ক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব')। অ'ভিযানে নতুন মা'দক এলএসডি, ম'দ ও আইস উ'দ্ধার করা হয় বলে দাবি করে র্যাব'।
পরদিন পরী মণিকে বনানী থা'নায় সোপর্দ করে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাম'লা করে র্যাব'। এরপর ওই মাম'লায় পরী মণিকে তিন দফায় রি'মান্ডে নেয় পুলিশ। আ'দালতে জামিন পেয়ে গত ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরের মহিলা কারা'গার থেকে মুক্তি পান পরী মণি। বর্তমানে মাম'লাটির বিচারকাজ চলছে।
Leave a Reply