স্বাভা'বিকভাবেই অ'ভিনেতা-অ'ভিনেত্রীদের জীবন সাধারণ মানুষের চেয়ে অনেকটা ভিন্ন। তাদের লাইফস্টাইলও যথে'ষ্ট আলাদা। আর তাদের লাইফস্টাইল যে কাউকেই আকৃ'ষ্ট করে। তাই অনেকেরই সুন্দরী নায়িকাদের বিয়ে করা শখ থাকে। তবে চাইলেই তো কোনো নায়িকাকে বিয়ে করা যায় না!
আর এর মূল কারণ তাদের বাড়তি কিছু চাওয়া-পাওয়া। তাই কখনো ধনী ব্যবসায়ী, আবার কখনো সহ-অ'ভিনেতাদের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন তারা। চলুন দেখে নেওয়া যাক কোন কোন নায়িকা কোটিপতিদের সঙ্গে ঘর বেঁধেছেন—
একসময়ের বলিউড মাতানো শিল্পা শেঠি বিয়ে করেছেন লন্ডনখ্যাত ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। জানা গেছে, রাজ কুন্দ্রার মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ মিলিয়ন ডলার। উপহার হিসেবে দ্বিতীয় স্ত্রী শিল্পাকে রাজ একটি বিলাসবহুল বাংলো দিয়েছেন, যেখানে ফ্ল্যাট থেকে শুরু করে অনেক বিলাসবহুল সামগ্রীও রয়েছে।
বলিউড
বলিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা বালান সি'দ্ধার্থ রায় কাপুরের তৃতীয় স্ত্রী। সি'দ্ধার্থ রায় কাপুর ইউটিভি মোশন পিকচার্সের প্রধান প্রযোজক। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯০ কোটি টাকা প্রায়। ২০১২ সালে তাদের বিয়ে হয়।
১৯৯৫ সালে গোল্ডেন ক্যারিয়ার থেকে ব্রেক নিয়ে দ্বিতীয় স্ত্রী হিসেবে মে'হতা গ্রুপের মালিক জয় মেহেতাকে বিয়ে করেছেন জুহি চাওলা। শাহরুখ খানের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সেও জয় মে'হতার মালিকানা রয়েছে।
বলিউডের বেশ কিছু সিনেমাতে অ'ভিনয় করে ক্যারিয়ারে তেমনভাবে ডানা মেলে ধরতে পারেননি অ'সিন দক্ষিণী। ২০১৬ সালে মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করে বলিউডকে বিদায় জানিয়েছিলেন তিনি। জানা গেছে, তার স্বামী রাহুলের মোট সম্পত্তির পরিমাণ এক হাজার ৪৫০ কোটি টাকা।
বলিউডের অ'ভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর ২০১৮ সালে লন্ডনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেছেন। আনন্দের মোট সম্পত্তির পরিমাণ চার হাজার ৭৭৩ কোটি টাকা।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply