সম্প্রতি মিডিয়াপাড়ায় গু'ঞ্জন রটেছে, শিগগিরই ঢালিউডের শীর্ষ অ'ভিনেতা শাকিব খান আমেরিকা প্রবাসী 'হতে চলেছেন।
বি'ষয়টি তার কাছে জানতে চাইলে খবরটি উড়িয়ে দিয়ে ‘হো’ ‘হো’ করে হেসে ওঠেন তিনি।
এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘কিছু মানুষ প্রায়ই এমন সব অদ্ভুত কাণ্ড করে বসে, যার জন্য আমা'রই হাসি পায়, বিব্রতও হই। আরে আমি কি করছি বা করবো, সেটাতো আমা'র কাছেই জানতে হবে। আমা'র সঙ্গে কথা-বার্তা নেই, বানিয়ে একটা নিউজ করে দিল। এতে আমিতো বিব্রত হলামই আর যে নিউজটা করল সেওতো সবার কাছে হাসির পাত্র হল।’
তিনি আরো বলেন, ওই যে একটা কথা আছে না ‘যার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শীর ঘু'ম নেই…এই আরি কি।’ যারা এমন বানোয়াট নিউজ করেন তাদের বলবো যার সম্পর্কেই নিউজ করেন না কেন তার সঙ্গে কথা বলে করেন, না হলে নিজের আর আপনার প্রতিষ্ঠানের বিশ্বা'সযোগ্যতা ন'ষ্ট হবে।’
ঢালিউডে শীর্ষ তারকা শাকিব সম্প্রতি তার প্রযোজিত ও অ'ভিনীত ‘বীর’ সিনেমা'র কাজ শেষ করেছেন। এখন নতুন প্রযোজনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। শিগগিরই এ বি'ষয়ে ঘোষণা দেবেন।
Leave a Reply