চলচ্চিত্র নির্মাতা শফিক হাসান দীর্ঘদিন থেকেই নতুন সিনেমা বানাচ্ছেন না। তবে মাঝেমধ্যে ফাঁ'কা বুলি দিয়ে আলোচনায় আসার চে'ষ্টা করেন। এবার শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা'র ঘোষণা দিয়ে রোষানলে পড়েছেন এই নির্মাতা। তার মিথ্যাচারে বির'ক্ত শাকিব স্বয়ং।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের ১৪ বছর বয়স থেকে ৪৬ বছর বয়স পর্যন্ত ঘটনাবলি নিয়ে নির্মাণ করা হবে ‘বিদ্রো'হী নজরুল’। এই সিনেমায় নাম ভূমিকায় অ'ভিনয় করতে যাচ্ছেন শাকিব। শফিক হাসানের বরাতে এমন খবর এসেছে দেশের একাধিক গণমাধ্যমে। পাশাপাশি শাকিব খানের একটি ছবি সম্পাদনা করে ফেইসবুকে প্রকাশ করেছেন তিনি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে শাকিব খানকে মিলিয়ে একটি ‘'বিকৃত’ ছবি অন্তর্জালে পোস্ট করার পর বি'ষয়টি তুমুল সমালোচনার জন্ম দেয়। যদিও তোপোর মুখে পরে তা সরিয়ে নেন শফিক হাসান।
এদিকে এই সিনেমা প্রসঙ্গে কিছুই জানেন না বলে জানিয়েছেন শাকিব খান। শুধু তাই নয়, এমন একটি চরিত্রের সঙ্গে তাঁর নাম জুড়ে খবর প্রকাশ হওয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেছেন, ‘এসবের কিছুই জানি না। আমা'র সঙ্গে এ বি'ষয়ে কেউ কোনো কথা বলেনি।’
এ বি'ষয়ে শফিক হাসানকে ফোন করলে তিনি জানান, ‘আমেরিকা যাওয়ার আগে শাকিব খানের সঙ্গে আমা'র কথা হয়েছিল। তখন তিনি সম্মতি দিয়েছেন। আমেরিকা যাওয়ার পরে এ নিয়ে আর কথা হয়নি। আজও কথা হয়েছে।’ তাহলে পোস্ট মুছে ফেললেন কেন? এ প্রশ্নের জবাবে শফিক বলেন, ‘ছবিটি পোস্ট করার পরে অনেকেই বড় করে মহরত করে ছবিটি প্রাকাশ করার পরামর'্শ দেন। তাই সরিয়ে ফেলেছি।’
শফিক হাসান ২০১৬ সালে শাকিব খান ও পরীমনিকে নিয়ে ‘ধূমকেতু’ নির্মাণ করেন। এরপর ২০১৭ সালে পরীকে নিয়ে ‘বাহাদুরী’, ২০২০ সালে একই নায়িকাকে নিয়ে ‘দ্য অ্যাডভাইজার’ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। যদিও এসব সিনেমা'র কোনো আপডেট আজও পাওয়া যায়নি।
Leave a Reply