প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের সম্ভাব্য পরীক্ষা আগামী ২২ এপ্রিল ও দ্বিতীয় ধাপের পরীক্ষা ঈদের পরে অনুষ্ঠিত হবে।
বুধবার দেশের সব জেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এ সি'দ্ধান্ত দিয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মক'র্তা মাহবুবুর রহমান তুহিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুই ধাপে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। প্রথম ধাপে আগামী ২২ এপ্রিল পরীক্ষা আয়োজনের প্রাথমিক সি'দ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এটিই চূড়ান্ত নয়। আর পরবর্তী ধাপের পরীক্ষা ঈদের পর 'হতে পারে।
এর আগে, গত ১৫ মা'র্চ প্রাথমিক শিক্ষা অধিদ'প্ত রের মহাপরিচালক আলমগীর মুহম্ম'দ মনসুরুল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, আগামী ৮ এপ্রিল থেকে সরকারি প্রাথমিকের ৪৫ হাজার সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা শুরু 'হতে পারে। পাঁচ ধাপে অনুষ্ঠিত 'হতে যাওয়া এ পরীক্ষা আগামী ১৩ মে শেষ হবে।
Leave a Reply