জি বাংলার জনপ্রিয় ধা'রাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টার। প্রতি স'প্ত াহে টিআরপি-তে বেশ ভালো ফল করে এটি। এই মেগা দিয়েই লম্বা বিরতির পরে টিভিতে ফিরেছেন অ’পরাজিতা আঢ্য। সেখানেই লক্ষ্মী দাসের চরিত্রে অ'ভিনয় করা অ’পরাজিত প্রায়ই ট্রোলারদের মুখে পড়ে। আর এবার চর্চায় উঠে এলেন ক্যাপ ফাটানোর ব'ন্দুক দিয়ে কিডন্যাপার তাড়িয়ে।
প্রোমোতে দেখা যাচ্ছে হংসিনীকে কিডন্যাপ করা হচ্ছে। আর ছেলের বউকে বাঁচাতে ক্যাপ ফাটানোর ব'ন্দুক তুলে গু'ণ্ডাদের ভয় দেখান লক্ষ্মী কাকিমা। এমনকী, মাথার সামনে লক্ষ্মী কাকিমা ক্যাপ ফাটাতেই লেজ তুলে পালায় ওরা। তবে এই প্রোমো নিয়ে খুব হাসাহাসি। ‘বাংলা ধা'রাবাহিকে আর কত জল ঢালবে এরা’, লিখেছেন একজন। আরেকজন কমেন্ট করেছেন, ‘গু'ণ্ডাটা ভাবছে কেন জন্মেছিলাম আমি ভাই, এরকম অ’পমান হওয়ার আগেই তো মর'ে যেতে পারতাম’।
দিনকয়েক আগে অ’পরাজিতার ‘দিদি নম্বর ১’-এ আসা ভাইরাল হয়েছিল। ১০ জুলাই দেখা যাব'ে সেই এপিসোডখানা। যেখানে অ’পরাজিত ওরফে লক্ষ্মী কাকিমাকে নিজের দুঃখের কাহিনি দিদি রচনাকে শোনাতে গিয়ে ঝরঝরিয়ে কেঁদে ফেলে। তিনি বলছেন, ‘আমি যে বাড়িতে ভাড়া গেছি সেখানে কিছু নেই গো! আমা'র কত শখ ছিল আমা'র একটা প্রেসার কুকার হবে’।
এসব দেখে একজন লিখেছেন, ‘উফ! ন্যাকামির শেষ থাকে মাইরি।’ আরেকজন আবার সরাসরি আ'ক্রমণ করেন অ’পরাজিতাকে, ‘এত ওভারঅ্যাক্টিং দিদি কেন করছ একটু বলবে প্লিজ।’
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply