ভারতের মধ্যপ্রদেশে সোমবার নদীতে গোসল করতে নেমেছিল আট' বছরের এক শিশু। বিশালাকার এক কুমির তাকে গিলে খেল। মধ্যপ্রদেশের শেওপুরে চম্বল নদীতে গোসল করতে নেমেছিল শিশুটি। পরে জাল দিয়ে কুমিরকে ধরলেন স্থানীয়রা।
সোমবার সকালে চম্বল নদীতে গোসল করতে নামা শিশুটিকে গিলে খায় কুমির। এই দৃশ্য দেখামাত্রই শিশুটির পরিবারকে খবর দেন স্থানীয়রা।
লাঠি, দড়ি, জাল দিয়ে কুমিরটি ধরেন তারা। তারপর টেনেহিঁচড়ে কুমিরটিকে ডাঙায় নিয়ে আসেন।
কুমিরের পেট থেকে বালকটিকে বের করতে হবে, এ দাবি জানান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মক'র্তা ও পুলিশ সদস্যরা।
গ্রামবাসীর হাত থেকে কুমিরটিকে উ'দ্ধারের চে'ষ্টা করেন পুলিশ ও বন কর্মক'র্তারা।
পরিবারের দাবি, কুমিরের পেট থেকে শিশুটিকে বের করা গেলে, সে বেঁচে যেত। যতক্ষণ না কুমিরের পেট থেকে বালকটিকে বের করা হচ্ছে, ততক্ষণ তারা কুমিরটিকে ছাড়বেন না বলে দাবি জানান।
রঘুনাথপুর থা'নার ইনচার্জ শ্যাম বীর সিংহ তোমর' বলেছেন, গোসল করতে নেমে নদীর গভীরে চলে গিয়েছিল শিশুটি। গ্রামবাসী জানিয়েছেন, শিশুটিকে গিলে খেয়েছে কুমির, তার পরই তারা কুমিরটিকে ধরেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply