পৃথিবী ভ্রমণ শেষ করলেন গু'ণী অ'ভিনেত্রী শর্মিলী আহমেদ। শুক্রবার (৮ জুলাই) সকালে নিজ বাড়িতেই শেষ নিশ্বা'স 'ত্যাগ করেন তিনি। মৃ'ত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এ অ'ভিনেত্রীর মৃ'ত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ছোট পর্দার জনপ্রিয় অ'ভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘যাও বুবু, আমিও আসতেছি। দুই বোনের অনেক কথা জমে আছে।’ সঙ্গে শর্মিলী আহমেদের বেশ কিছু পুরোনো ছবি যুক্ত করেছেন।
3789
ষাটের দশকের অন্যতম নায়িকা ছিলেন শর্মিলী আহমেদ। বয়সকে তুড়ি মে'রে প্রায় পাঁচ দশক ধরে বিরতিহীন অ'ভিনয় করেছেন তিনি। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অ'ভিনয় করেছেন গু'ণী এ অ'ভিনেত্রী।
মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে সাবলীল অ'ভিনয় দিয়ে দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন শর্মিলী আহমেদ। নায়িকা পরবর্তী সময়ে মা, দাদি কিংবা ভাবির চরিত্রেও শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন তিনি। শোবিজ অঙ্গনে সবার কাছে ‘মা’ হিসেবেই পরিচিত ছিলেন। সবাই তাকে ‘শর্মিলী মা’ বলেই ডাকত। তার অনুপস্থিতি শোবিজ অঙ্গনের জন্য এক বিশাল ক্ষ'তি।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply