মা'র্কিন যুক্তরা'ষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসায় গ্লোবাল নমিনি হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) দুই শিক্ষার্থী। খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (কুয়েট) শিক্ষার্থীদের সমন্বয়ে সাত সদস্যের গঠিত ‘টিম মহাকাশে’ বাউয়েটের ওই দুই শিক্ষার্থী প্রতিনিধিত্ব করছেন।
প্রতিনিধিত্বকারী দুই শিক্ষার্থীরা হলেন, সিএসই বিভাগের ৫ম ব্যাচের বর্ণিতা বসাক তৃষা এবং একই বিভাগের ৭ম ব্যাচের মো. মোমিনুল হক। বৃহস্পতিবার বাউয়েটের এক প্রেস বিজ্ঞ'প্ত িতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞ'প্ত িতে বলা হয়, বাউয়েট এবং কুয়েটের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সাত সদস্যের ‘টিম মহাকাশ’ এই কনটেস্টের ক্রিয়েট ক্যাটাগরির ‘ভার্চুয়াল প্ল্যানেটারি এক্সপ্লোরেশন চ্যালেঞ্জ’ এ অংশ নেয়। অংশগ্রহণকারীরা ভবি'ষ্যতে অন্য গ্রহে মহাকাশ অ'ভিযানে মহাকাশচারীদের ব্যবহারের জন্য টুল সেট ডিজাইন করে। প্রথম পর্যায়ে খুলনা অঞ্চল এতে রানার্স আপ হয়। এতে বাউয়েটের শিক্ষার্থী বর্ণিতা বসাক তৃষা এবং মো. মোমিনুল হক টিমের সদস্য হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বিজ্ঞ'প্ত িতে আরো জানানো হয়, গত ১ থেকে ৪ অক্টোবর সারা দেশে টানা ৬ষ্ঠ বারের মতো বেসিসের তত্ত্বাবধানে এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহায়তায় যুক্তরা'ষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার উদ্যোগে ভার্চুয়াল ইভেন্ট ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের প্রায় ২৫০টি শহরের মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চল পর্যায়ে বিজয়ী ১৭টি টিম বাংলাদেশের গ্লোবাল নমিনি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে।
এই প্রতিযোগিতায় আগে থেকে প্রতিযোগীদের নির্দি'ষ্ট করে দেওয়া যেকোনো চ্যালেঞ্জে অংশগ্রহণ করে সমস্যার সমাধান বের করতে হয়। নাসা থেকে এই প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল খুব শিগগিরই ঘোষণা করার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রা'প্ত উপাচার্য কর্নেল মোহাম্ম'দ হামিদুল হক, পিএসসি (অব.) প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাউয়েটের সদস্যদের শুভেচ্ছা জানান এবং ‘টিম মহাআকাশ’র সাফল্য কামনা করেন।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply