ভারী বর্ষণে রাজধানীর মিরপুরের কালশী রোডে সৃ'ষ্টি হয়েছে জলাব'দ্ধতা। এতে করে রাস্তা পার 'হতে ব্যবহার করা হচ্ছে নৌকা। আশপাশের লোকজন ১০ টাকা করে দিয়ে নৌকায় রাস্তা পার হয়ে নিজ নিজ গন্তব্যে যাওয়া-আসা করছে।
শনিবার (১৩ এপ্রিল) রাত ৮টায় দেখা যায় এমন চিত্র। এ দিন 'বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃ'ষ্টিতে কালশী রোডে ব্যাপক জলাব'দ্ধতার সৃ'ষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
কালশী রোডের ‘ই’ ব্লকের বাসি'ন্দা লিটন হাওলাদার বলেন, রোডটিতে সামান্য সময় বৃ'ষ্টি হলেই প্রচুর পানি জমে যায়। আমর'া অনেক সমস্যার মধ্যে আছি। বৃ'ষ্টি হলেই ময়লা পানি মাড়িয়ে আমা'দের বাসায় যেতে হয়। অনেকদিন ধরে বলে আসছি, কোনো পদ'ক্ষেপ নেই কারও। আমা'দের দুর্ভোগের কথা আর বলে কী হবে। বহুদিনের সমস্যা।
সাংবাদিক আবাসিক এলাকার দোকান মালিক রাশেদুল ইসলাম বলেন, বৃ'ষ্টিতে আমা'র দোকান ডুবে গেছে কি-না দেখতে এসেছিলাম। বৃ'ষ্টি হলেই এখানের রাস্তার সঙ্গে দু’পাশের নিচু এলাকার দোকানেও পানি উঠে যায়। পরে আবার নতুন করে দোকান পরিষ্কার করতে হয়।
যেদিন পানি উঠে, সেদিন আর ব্যবসা হয় না দোকানে; খোলা রাখা যায় না প্রতিষ্ঠান। কোনো আয় থাকে না আমা'দের। এ সমস্যার কথা বহুদিন ধরে বারবার বলে আসছি। কোনো প্রতিকার নেই। আর কতো বলবো একই কথা। আমা'দের এই জলাব'দ্ধতার সমস্যা কোনোভাবেই দূর হচ্ছে না।
কালশীতে ১০ টাকায় রাস্তা পার করাচ্ছে নৌকা
এদিকে, রাস্তাটিতে অনেকখানি পানি জমে যাওয়ায় পারাপারে ব্যবহার করতে হচ্ছে নৌকা। ১০ টাকা করে ভাড়া দিয়ে নৌকায় গন্তব্যে যেতে দেখা স্থানীয় অনেককে।
রাস্তা পারাপারে ব্যবহার হচ্ছে নৌকা, নৌকা চালক রাবেতা ক্যাম্পের বাসি'ন্দা হাসিব বলেন, বৃ'ষ্টি দেখেই এখানে নৌকা নিয়ে আসি। জানি পানি জমে যাব'ে, তাই আগেই নৌকার ব্যবস্থা করে রাখি।
পানির কারণে আট'কে পড়া মানুষকে রাস্তা পার করে দিচ্ছি। এর বিনিময়ে ১০ টাকা করে পারিশ্রমিক নিচ্ছি। এখন পর্যন্ত ২০০ টাকা পেয়েছি। যতোক্ষণ না পানি কমবে, ততোক্ষণই নৌকা চালাবো। মানুষ পারাপারের অ’পেক্ষায় থাকবে। সঙ্গে আমা'রও কয়েকটা টাকা এলো।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply