খুলনার ডুমুরিয়ায় আড়াই মাসের কন্যা তামিমাকে আছাড় মে'রে হ'ত্যা করেছেন পাষণ্ড বাবা। ঘটনার পর ঘা'তক বাবা উজ্জল সরদারকে আট'ক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ডুমুরিয়া থা'নার ভারপ্রা'প্ত কর্মক'র্তা (ওসি) সেখ কনি মিয়া জাগো নিউজকে বি'ষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গু'চ্ছ গ্রামের বাসি'ন্দা মো. উজ্জলের সঙ্গে তার পরিবারের সদস্যদের ঝগড়া চলছিল। এ সময় রাগে কোলে থাকা আড়াই মাসের তামিমাকে আছাড় মা'রেন উজ্জল। এ সময় পরিবারের সদস্যরা তাকে উ'দ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ক'র্তব্যরত চিকিৎসক মৃ'ত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় রাতেই শিশুটির বাবাকে আট'ক করা হয়। তবে এ ঘটনায় থা'নায় এখনো কেউ কোনো অ'ভিযোগ দেয়নি। অ'ভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply