বাগেরহটাটের মোরেলগঞ্জ উপজেলায় সুদের টাকা আ'দায় করতে এক যুবককে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখার অ’পরাধে দুই ভাইকে গ্রে'ফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাদের গ্রে'ফতার করা হয়। গ্রে'ফতার দু’ভাই হলেন বিশারীঘাটা গ্রামের চানমিয়া খানের ছেলে মিলন খান ও মিরাজ খান। শনিবার সকালে তাদেরকে আ'দালতে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, গ্রে'ফতার হওয়া ওই দুই ভাই সুদের টাকা আ'দায়ের জন্য তাদের প্রতিবেশী ইউনুছ শি'কারীর ছেলে ব্যবসায়ী রুহুল আমীন শি'কারীকে শুক্রবার বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত হাতে-পায়ে শিকল পেঁচিয়ে গাছের সঙ্গে তালা মে'রে বেঁধে রাখে। স্থানীয়রা এ দৃশ্য মোবাইলে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে বিভিন্ন সংস্থার নজরে আসে। পুলিশ চাঁনমিয়ার বাড়ি থেকে তার দুই ছেলেকে গ্রে'ফতার করে।
সুদে টাকা নেয়া রুহুল আমীন শি'কারী এ ঘটনা সম্পর্কে বলেন, ৩ বছর আগে মিলন খানের কাছ থেকে তিনি এক লাখ টাকা নেন বছরে লাভ হিসেবে ১০০ মন ধান দেওয়ার শর্তে। শর্ত মোতাবেক টাকা দিতে না পারায় শুক্রবার আমাকে দোকান থেকে তুলে নিয়ে শিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন পাওনাদার মিলন ও তার ভাই। বেলা ৩ টার দিকে ৫০ হাজার টাকা দিয়ে শিকলমুক্ত হন রুহুল আমীন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শিকলে বেঁধে রাখার দৃশ্য দেখে পুলিশ বি'ষয়টি আইনের আওতায় নেয়।
থা'নার ওসি মো. সাইদুর রহমান বলেন, শিকলে বেঁধে মা'রপিট করে সুদের টাকা আ'দায়ের বি'ষয়টি আমা'দের নজরে এসেছে। ভুক্তভোগী যুবক এ ঘটনায় থা'নায় মাম'লা দায়ের করেছেন। মাম'লার আ'সামি দুই ভাইকে গ্রে'ফতার করা হয়েছে। আজ শনিবার সকালে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply