ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মি'ষ্টিতে বি'ষ মিশিয়ে দুই শিশুকে হ'ত্যায় ঘটনায় মি'ষ্টি সরবরাহ করেন তাদের মায়ের প'রকী'য়া প্রেমিক সফিউল্লাহ। মি'ষ্টিতে বি'ষ আগেই মেশানো ছিল বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান।
বৃহস্পতিবার (১৭ মা'র্চ) দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পুলিশ সুপার আনিসুর রহমান জানান, শিশুদের বাবা ইসমাইল হোসেন একজন শারীরিক প্রতিব'ন্ধী । এ অবস্থায়ই তিনি সিলেটে ইটভাটায় কাজ করেন। সেখানে তিনি শারীরিকভাবে অ'সুস্থ থাকায় শুধু স্লিপ বিতরণ করেন। ১২ বছর আগে তিনি রিমা বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে তিন সন্তান ছিল।
‘সংসারের অ'সচ্ছলতার কারণে চাতাল কলে কাজ শুরু করেন রিমা। সেখানে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সর্দার সফিউল্লাহর সঙ্গে। সফিউল্লাহ শর্ত দেন রিমা তার দুই সন্তানকে সরিয়ে ফেললে তিনি তাকে বিয়ে করবেন। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন 'বিকেলে রিমাকে পাঁচ পিস মি'ষ্টি দিয়ে আসেন সফিউল্লাহ। ওই সময় তিনি বলেন, এই মি'ষ্টি দুই শিশুকে খাওয়ানোর পর আর কিছু করতে হবে না।’
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, রিমা ওই মি'ষ্টি তার দুই সন্তানকে খাওয়ান। এদিন রিমা'র সঙ্গে সফিউল্লাহর প্রায় ১৫ বার মোবাইলে কথা হয়।
আগে থেকেই শিশু দুটির শরীরে জ্বর ছিল। তাই রিমা নাটক সাজাতে তার শাশুড়িকে দিয়ে ফার্মেসি থেকে নাপা সিরাপ আনান। পরে দুই শিশুকে এক চামচ করে খাওয়ান। হাসপাতালে নিয়ে আসার পর দুই শিশুই মা'রা যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোল্লা মোহাম্ম'দ শাহীন, সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, ডিআইও-১ ইমতিয়াজ আহমেদ ও আশুগঞ্জ থা'নার ভারপ্রা'প্ত কর্মক'র্তা আজাদ রহমান প্রমুখ।
jagonews24
এদিকে দুই শিশু হ'ত্যার ঘটনায় একটি মাম'লা করেছেন শিশু দুটির বাবা ইটভাটা শ্রমিক ইসমাইল হোসেন। মাম'লায় শিশুদের মা রিমা বেগম ও তার প'রকী'য়া প্রেমিক সফিউল্লাহকে আ'সামি করা হয়েছে। রিমাকে গ্রে'ফতার করে আ'দালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে ভোরে তাকে গ্রে'ফতার করা হয়।
মা'রা যাওয়া দুই শিশু হলো আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইয়াছিন' খান (৭) ও মোরসালিন খান (৫)।
অ'ভিযোগ ওঠে, ‘নাপা সিরাপ খেয়ে’ ১০ মা'র্চ দিবাগত রাতে শিশু দুুটি মা'রা যায়। ওই সময় শিশুদের মা লিমা বেগম দাবি করেন, ‘দুদিন ধরে মোরসালিন খানের জ্বর হয়। এর আগে থেকে ইয়াসিন খানেরও জ্বর ছিল। ঘটনার দিন 'বিকেলে দুই শিশুর দাদি পাশের বাজারের মাঈন উদ্দিনের ফার্মেসি থেকে নাপা সিরাপ নিয়ে আসেন। দুই শিশুকে সিরাপ খাওয়ানোর পর তারা বমি করতে শুরু করে।’
‘অবস্থার অবনতি হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলে পথে রাত ৯টার দিকে ইয়াসিনের মৃ'ত্যু হয়। পরে রাত ১০টার দিকে মোরসালিনও মা'রা যায়।’
এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদ'প্ত র, স্বাস্থ্য অধিদ'প্ত রের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ক'র্তৃপক্ষ পৃথক তিনটি তদ'ন্ত কমিটি গঠন করে।
সেই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় ‘নাপা সিরাপ’ 'বিক্রি বন্ধের নির্দেশ দেয় জেলা কেমিস্ট অ্যান্ড ড্রা'গিস্ট সমিতি। পরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের যে ফার্মেসি থেকে নাপা সিরাপ কেনা হয়েছিল, সেখান থেকে জব্দ করা বাকি সিরাপ পরীক্ষায় মান সঠিক পাওয়া গেছে বলে জানায় ঔষধ প্রশাসন অধিদ'প্ত র।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply