শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রা'ন্ত বিরোধের জেরে মধ্য'যুগীয় কায়দায় ভাতিজা নূর ইসলামের দুই হাত পেছনে বেঁধে কোমর' পর্যন্ত মাটিতে পুঁতে রেখেছেন তারই আপন চাচা আলিম উদ্দিনসহ পরিবারের সদস্যরা। খবর পেয়ে নূর ইসলামকে উ'দ্ধার ও ঘটনায় জড়িত তিনজনকে আট'ক করেছে পুলিশ।
শনিবার 'বিকেলে ঐ উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের দক্ষিণ তন্তর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তন্তর গ্রামের আবু তাহের মা'রা যাওয়ার পর তার ছোট ভাই আলিম উদ্দিন ক'র্তৃক জাল দলিলে লিখে নেয়া কিছু জমি নিয়ে বিরোধ হয় নূর ইসলামের সঙ্গে। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও সুরাহা মেলেনি। এক পর্যায়ে শনিবার দুপুরে আলিম উদ্দিন ও তার স্ত্রী-ছেলে মিলে নূর ইসলামের বাড়িতে যান এবং তারই বাড়ির আঙিনায় মাটি খুঁড়ে গর্ত করেন। পরে বেলা আড়াইটার দিকে নূর ইসলামের দুই হাত পেছনে র'শি দিয়ে বেঁধে কোমর' পর্যন্ত মাটিতে পুঁতে রাখেন। ঐ সময় নূর ইসলামের পরিবারের লোকজন চিৎকার করলেও প্রভাবশালী আলিম উদ্দিনের ভয়ে কেউ এগিয়ে আসেনি। খবর পেয়ে 'বিকেল তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রাম পুলিশের সহায়তায় পুঁতে রাখা নূর ইসলামকে উ'দ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনাস্থলে ছিলেন এএসআই আমিনুল ইসলাম। তিনি জানান, বর্বরোচিত এ ঘটনায় অ'ভিযান চালিয়ে অ'ভিযুক্ত আলিম উদ্দিন, তার স্ত্রী মনিরা বেগম ও ছেলে মুক্তার হোসেনকে আট'ক করে থা'নায় নিয়ে যাওয়া হয়েছে।
নালিতাবাড়ী থা'নার ওসি বছির আহমেদ বাদল জানান, এ বি'ষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply