দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। দলের এমন অবিশ্বা'স্য কীর্তির জন্য ক্রিকেটারদের জন্য তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবির ক্রিকেট অ’পারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমে বি'ষয়টি নিশ্চিত করেছেন। দলের খেলা দেখতে সেঞ্চুরিয়ানে গিয়েছিলেন ক্রিকেট অ’পারেশন্সের চেয়ারম্যান। সেখানে সিরিজ জেতার পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারের সময় এই তথ্য দেন জালাল ইউনুস।
ম্যাচ জেতার পর দলের সবার সঙ্গে কথা বলেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন এমনটা জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমি কথা বলার সময় ক্রিকেটারদের জন্য স্পিকার অন করে দিয়েছিলাম। তিনি (নাজমুল হাসান পাপন) অনেক খুশি। ঢাকায় থাকা বোর্ড ডিরেক্টররা অনেক খুশি। প্রধানমন্ত্রীও অনেক খুশি। তিনি খেলাও দেখেছেন।’
এরপরই ক্রিকেটারদের জন্য অর্থ পুরষ্কার বোনাস ঘোষণার বি'ষয়ে বলেন, ‘সিরিজ জেতা অবিশ্বা'স্য ছিল। বিসিবি সভাপতি সবাইকে অ'ভিনন্দন জানিয়েছেন। এ সময় ক্রিকেটাররা উনার কাছে কোনো একটা ঘোষণা শুনতে চান। তখন তিনি ক্রিকেটারদের জন্য তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন।’
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply