নেত্রকোণায় মৃ'ত বাবার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে করে বউ এনেছেন ছেলে। আর এমন আয়োজন দেখতে শহরের মোক্তারপাড়া মাঠে ভিড় জমান পাড়া-প্রতিবেশীসহ উৎসুক জনতা। এরপর বাড়ি নিয়ে যান মোটরসাইকেলে চড়িয়ে। এমন এক ব্যতিক্রমী বিয়ে দেখে আনন্দিত এলাকাবাসী।
বাবা দীলিপ বাসফোর ছিলেন নেত্রকোণা জেলা সদর হাসপাতালের ডোম। ছেলে অ’পু বাসফোর নিজেও একজন পরিচ্ছন্নকর্মী। কিন্তু বাবার স্বপ্ন ছিল দুই ছেলের একজন বউ আনবে হেলিকপ্টারে। আজ মৃ'ত বাবার সেই ইচ্ছাই পূরণ করলেন ছেলে।
বুধবার 'বিকেলে ৩টায় কুড়িগ্রাম থেকে হেলিকপ্টারটি নেত্রকোণার শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে নামে। এদিকে হেলিকপ্টার থেকে বউ নামানোর দৃশ্য দেখতে ভিড় জমান আ'ত্মীয়-স্বজনসহ এলাকাবাসী। জীবনে প্রথমবার আকাশে উড়ার দৃশ্য দেখতে দুপুর থেকেই তারা মাঠের চারপাশে দাঁড়িয়ে অ’পেক্ষা করতে থাকেন।
পরে হেলিকপ্টার নামতেই আবেগে আপ্লুত হন মা, বোন, ফুফুসহ আ'ত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা। এর আগে গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জেলা সদর হাসপাতালের কোয়াটার বাসা থেকে অ’পু বাসফোর বরযাত্রায় যান বাসে চড়ে। ঐদিন রাত সাড়ে ১০টা থেকে আড়াইটা পর্যন্ত ল'গ্নতে বিয়ে সম্পন্ন করেন কনের পিত্রালয় কুড়িগ্রাম সদরের পাওয়ার হাউসে।
এরপর বুধবার দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠ থেকে যাত্রা করে হেলিকপ্টারে করে বউ নিয়ে নেত্রকোণা সদরে ফেরেন। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে বউ নিয়ে ঘরে ফেরেন অ’পু বাসফোর।
স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিকভাবেই কুড়িগ্রাম জেলা সদরের ভুট্টু হরিজনের তৃতীয় কন্যা সনিতা রানীর সঙ্গে অ’পু বাসফোরের বিয়ের দিন ধার্য হয়। নেত্রকোণা থেকেই হেলিকপ্টারে করে বউ আনার কথা থাকলেও সম্ভব হয়নি। যে কারণে সড়ক পথে বরযাত্রায় যান অ’পু। পরে শ্বশুর বাড়ি এলাকা থেকে হেলিকপ্টারে চড়ে আসেন নিজ এলাকায়। মা শ্যামলী বাসফোর অ'সুস্থতা নিয়েও মাঠে আসেন ছেলেকে হেলিকপ্টার থেকে নামতে দেখার জন্য। একইসাথে স্বজন ও এলাকাবাসীও অনেক খুশি আকাশ পথে বউ নিয়ে বাড়ি আসায়।
অ’পুর বড় ভাই দীপু বাসফোর বাবার কাজটিই বেছে নিয়েছেন। অ’পু বাসফোর কিছুদিন বড় ভাইয়ের সঙ্গে বাবার কাজ করলেও বর্তমানে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচ্ছন্নকর্মীর চাকরি পেয়েছেন। এর পাশাপাশি পাঠশালা ব্যান্ডের সঙ্গে প্যাড বাজানোর কাজ করেন।
এ বি'ষয়ে অ’পু বাসফোর জানান তার অনুভূ'ত ি বলে বুঝাতে পারবেন না। তবে তার বাবার ইচ্ছা তিনি পূরণ করেছেন। এভাবে আসতে পেরে কনেও অনেক আবেগাপ্লুত।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply