২০০৪ সাল। মহেশ ভাটের ‘মা'র্ডার’-এর হাত ধরে বলিউডে সারা ফেলেছিলেন মল্লিকা শেরওয়াত। সেই সাফল্যের এক বছরের মাথায় আন্তর্জাতিক ছবিতে হাতেখড়ি। ২০০৫ সালে ‘দ্য মিথ’ নামে চাইনিজ ছবিতে অ'ভিনয় করেন জ্যাকি চ্যানের সঙ্গে।
জ্যাকির সঙ্গে কাজের অ'ভিজ্ঞতা আজও ভোলেননি মল্লিকা। আর সেই কথা বলতে গিয়েই বলিউডের সহকর্মীদের খোঁচা দিয়ে বসলেন তিনি। এক সাক্ষাৎকারে অ'ভিনেত্রী বলেন, ‘অডিশন দিয়ে ওই ছবিতে আমি চরিত্রটি পেয়েছিলাম। বলতে গর্ব হয় আরও অনেক অ'ভিনেত্রী এই চরিত্রের জন্য অডিশন দিয়েছিল। যারা বলে যে তারা অডিশন দেয় না, মিথ্যা বলে। জ্যাকি ওদের অডিশনের টেপ আমাকে দেখিয়েছেন।’
‘দ্য মিথ’-এ কাজ করে আন্তর্জাতিক স্তরে খ্যাতি লাভ করেন মল্লিকা। সহ-অ'ভিনেতা জ্যাকির প্রতি তাঁর অগাধ মুগ্ধতা। তিনি বলেন, ‘উনি (জ্যাকি) খুবই ভালো মানুষ। ভীষণ সাহায্য করেন। উনিই আমা'র জন্য হলিউডের দরজা খুলে দিয়েছিলেন। আমা'র পাশে ছিলেন।’
২২ জুলাই মুক্তি পাবে মল্লিকার নতুন ছবি। ‘আর কে’। তাঁর সঙ্গে অ'ভিনয় করবেন রজত কাপুর, কুবরা সইত, রণবীর শোরের মতো তারকারা'।
Leave a Reply