প্রয়াত বাংলার জনপ্রিয় রন্ধনশিল্পী শুক্লা মুখোপাধ্যায়। ‘কিচেন কুইন অব বেঙ্গল’ নামে পরিচিত তিনি। বুধবার রাতে শেষ নিঃশ্বা'স 'ত্যাগ করেন। প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ অ'ভিনেত্রী তথা সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। তাঁকে হারিয়ে ভেঙে পড়েছেন সুদীপা। নেটমাধ্যমে শুক্লা মুখোপাধ্যায়ের মৃ'ত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি।
রান্নঘরের শো-এ শুক্লা মুখোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে সুদীপা। ফেসবুকের পাতায় পুরনো একটি ছবি পোস্ট করেছেন অ'ভিনেত্রী তথা সঞ্চালিকা। ক্যাপশনে লেখেন, ‘রান্নাঘর যখন শুরু হয়, তখন আমা'দের নতুন সংসারের ভাঁড়ার ছিলো শূন্যপ্রায়। শুক্লাদি-তা টের পেতে দিতো না কখনও। আজ শুক্লাদিকে নিয়ে, কিছু লিখতে বসে, ভাবনাগু'লি কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এ বছর জন্ম'দিনে উইশ করতেও ভুলে গিয়েছি। কতদিন তোমা'র কোনও খোঁজ নিইনি। কোভিড পরবর্তী পরিসস্থিতি- আমা'দের কেমন যেন দুটিতে দিয়েছে। তোমা'র তো এত তাড়াতাড়ি যাব'ার কথা ছিলনা। আমি তোমায় নিয়ে কিছু আজ লিখতে পারবো না। আমা'র প্রাণের ‘পরে চলে গেল কে…বসন্তের বাতাসটুকুর মতো।’
শুক্লা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ তাঁর পরিবার এবং পরিচিতরা। ফেসবুকেও নিজের শোক ব্যক্ত করেছেন সুদীপা। শুক্লা মুখোপাধ্যায় ছিলেন রান্নাঘরের বহু পর্বের অতিথি। অ'ভিনব বেশ কিছু কায়দার জন্যই রন্ধনশিল্পী হিসাবে পরিচিত ছিলেন শুক্লা দেবী। তবে শুক্লা মুখোপাধ্যায়ের প্রয়াণের কথা জানা গেলেও, কী হয়েছিল তাঁর বা মৃ'ত্যুর কারণ এখনও জানা যায়নি।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply