ঢাকাই চলচ্চিত্রের স্মর'ণীয় জুটি শাকিব খান-অ’পু বিশ্বা'স। এই জুটির দর্শকদের ৭০টির বেশি ছবি উপহার দিয়েছেন। যার অধিকাংশই ছিলো ব্যবসা সফল। যদিও এগু'লো এখন অতীত। কেননা এ তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদের পর একসঙ্গে দুজনকে কোনো সিনেমায় দেখা যায় না।
এমনকি সামাজিক বা পারিবারিক কোনো অনুষ্ঠানেও দুজন একসঙ্গে যান না। তবে আরেকবার তারা মুখোমুখি হচ্ছেন।
আসছে দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ৪ অক্টোবর শাকিব খান অ'ভিনীত ‘শাহে'ন শাহ্’ মুক্তি পাচ্ছে। অন্যদিকে একই দিনে অ’পু বিশ্বা'স অ'ভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমাটি মুক্তি পাচ্ছে।
দেবাশীষ বিশ্বা'স পরিচালিত এই সিনেমায় অ’পু বিশ্বা'সের বিপরীতে অ'ভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। অন্যদিকে শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহে'ন শাহ্’য় শাকিব খানের বিপরীতে অ'ভিনয় করেছেন নবাগত নায়িকা রোদেলা জান্নাত ও মডেল অ'ভিনেত্রী নুসরাত ফারিয়া।
এদিকে, দীর্ঘ ১৮ বছর পর নির্মাতা দেবাশীষ বিশ্বা'স এই সিনেমা'র দ্বিতীয় পর্ব নির্মাণ করলেন। ২০০১ সালে তার পরিচালনায় রিয়াজ-শাবনূর অ'ভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।
ছবির মুক্তি নিয়ে তিনি বলেন, ‘পূজাকে কেন্দ্র করে তেমন কোনো চলচ্চিত্র মুক্তি পায় না। যে কারণে আমর'া চিন্তা করেছি, ছবিটি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় মুক্তি দেব। উৎসবগু'লোতে দর্শক বিনোদনমূলক ছবি দেখতে চায়। আমি এই ছবির মধ্যে দর্শকদের পূর্ণ বিনোদন দেব।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply