দীর্ঘ ২৪ বছর আগে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হ'ত্যা মাম'লার পলাতক ও চার্জশিটভুক্ত এক নম্বর আ'সামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রে'ফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব')।
মঙ্গলবার রাতে রাজধানীর গু'লশানের ২৫/বি ফিরোজা গার্ডেন নামের একটি বাসা থেকে তাকে গ্রে'ফতার করে র্যাব'।
গ্রে'ফতারের বি'ষয়টি অ'ভিযানে থাকা র্যাব'ের একজন ঊর্ধ্বতন কর্মক'র্তা নিশ্চিত করেন। তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বাসায় সার্চ করা হচ্ছে। অবৈধ কিছু পাওয়া গেলে সেগু'লো জব্দ করা হবে।
র্যাব'ের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রাতে রাজধানী গু'লশানের ২৫/বি ফিরোজা গার্ডেন নামের একটি বাসা ঘিরে রাখা হয়। ওই বাসায় চাঞ্চল্যকর ও বহুল আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হ'ত্যা মাম'লার পলাতক ও চার্জশিটভুক্ত এক নম্বর আ'সামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী রয়েছে বলে গোয়েন্দা তথ্যে জানা যায়।
এরপর সেখানে অ'ভিযান চালানো হয়। অ'ভিযানে ওই বাসায় তাকে পাওয়া যায়। সেখানে এখনো অ'ভিযান চলছে।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply