টি-টোয়েন্টি দলকে বাংলাদেশ অনেকদিন ধরেই নতুন করে গড়তে চাইছে। এ নিয়ে বিসিবিরও চে'ষ্টার কমতি নেই। ইংল্যান্ডকে বাংলাওয়াশ করে বাড়তি বোনাস পাচ্ছেন টিম টাইগার। সাকিবদের বোনাস দেওয়ার বি'ষয়টি জানিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘যে কোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমর'া বোনাস দেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার, তাই ওরা এটা (বোনাস) পাবে। ’
‘বিশ্বচ্যাম্পিয়ন প্লাস হোয়াইটওয়াশ। ওরা একটু বেশি চেয়েছে। যেটা ওরা পেয়ে থাকে এটাই পাবে। তবে এবার পারফরম্যান্স বোনাসটাও আলাদা পাবে। তবে এটা কত হবে এখন বলা মুশকিল, কাল পরশুর মধ্যে জেনে যাব'েন। ’
গত এশিয়া কাপের আগে তখনকার হেড কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে দেওয়া হয়। শুধু টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য আলাদা করে টেকনিক্যাল পরামর'্শকের দায়িত্ব দেওয়া হয় শ্রীধরন শ্রীরামকে।
গত বিশ্বকাপে উন্নতির ছাপ রাখে বাংলাদেশ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ খেলতে নামে টাইগাররা। এই ফরম্যাটে কয়েক মাস আগেই তারা হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন। এই দলকেই বাংলাদেশ করেছে হোয়াইটওয়াশ। এমন পারফরম্যান্সের পর বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা।
CCleaner is the number one tool for cleaning your PC.
It protects your privacy and makes your computer faster and more secure.
Leave a Reply